অন্তর জালিল ।
মানুষের মতোই প্রেম ভালোবাসার কারনে মারামারিতে জড়ান অন্য প্রাণীরাও। বিজয়ীরা অর্জন করেন তার ভালোবাসার মানুষকে।
তেমনি এ্ক ঘটনা দেখা গেছে পেঙ্গুইনদের মধ্যে।
স্বামী ঘরে ফিরে দেখে স্ত্রী অন্য এক পুরুষের সাথে। এই দেখে স্বামী মাথা গরম। শুরু হয় স্বামী আর প্রেমিকের হাতাহাতি। এরপর দুজনে মিলে নারী পেঙ্গুইনের সিদ্ধান্ত জানতে চায়। সে আসলে কার সাথে থাকতে চায়।এবার স্বামীকে বাদ দিয়ে প্রেমিককে বেছে নেয় নারী পেঙ্গুইন। আর এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে স্বামী। এবার সংঘর্ষ গড়ায় রক্তারক্তিতে। শেষ পর্যন্ত স্বামীর জয় হলে প্রেমিককে ছেড়ে স্বামীর সাথে চলে যায় 'স্ত্রী' পেঙ্গুইন। আর বেচারা প্রেমিক রক্তাত্ব হয়ে শক্তির কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।
এমনি এক ঘটনার ভিডিও মঙ্গলবার নিজেদের টুইটারে শেয়ার করেছে ‘ন্যাট জিও চ্যানেল’। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিও। এটি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের অ্যানিম্যাল ফাইট নাইট অনুষ্ঠানের একটি অংশ।
ভিডিওটি দেখুন :
অন্তর জালিল ।