ক্যাসিনোর ইতিহাস




ইতিহাস ডেস্ক ।

হঠাৎ করেই শোরগোল  বাধিয়ে দিয়েছে ঢাকায় ক্যাসিনোর খবর। গত কয়েকদিনরাজধানীতে ৬০ টি অবৈধ ক্যাসিনোর সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। কারো কারোবিষ্ময়ের ঘোর কাটছে না যে, এতদিন সিঙ্গাপুর কিংবা আমেরিকায় দেখা ক্যাসিনো  কিভাবে ঢাকায় এত জমজমাট ব্যবসা বাধিয়ে ফেলল কেউ কেউ বলছে  গোপনে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল সরকারি দলের লোকজনেরা এবং অনেকের কাছেই তা ছিল ওপেন সিক্রেটআসছিল সরকারি দলের লোকজনেরা এবং অনেকের কাছেই তা ছিল ওপেন সিক্রেট। হঠাৎ র‍্যাবের অ্যাকশন শুরু হওয়াতে সাধারন মানুষের মধ্যে এ নিয়ে তৈরী হয়েছে কৌতহল। কিন্তু আপনি কি জানেন কিভাবে বাংলাদেশে এই ক্যাসিনোর জাল ছড়িয়ে পড়লো ? কিংবা পৃথিবীতে কখন কিভাবে উদ্ভব হয়েছে এই ক্যাসিনোর ?মানুষের মধ্যে এ নিয়ে তৈরী হয়েছে কৌতহল। কিন্তু আপনি কি জানেন কিভাবে বাংলাদেশে এইক্যাসিনোর জাল ছড়িয়ে পড়লো ? কিংবা পৃথিবীতে কখন কিভাবে উদ্ভব হয়েছে এই ক্যাসিনোর ?



ক্যাসিনো কি ?




ইটালীয়ান শব্দ ক্যাসিনোর অর্থ হলো  জুয়া খেলার নিদিষ্ট স্থান বা জায়গা মদ, জুয়া যৌনতাসহ আপাতভাবে সকল খারাপ কাজের একটি স্থান হলো এই একটি স্থান হলো এই ক্যাসিনো । আর এজন্য হয়ত ক্যাসিনোর রাজধানী আমেরিকার লাসভেগাসকে বলা হয় সিন সিটি বা পাপের শহর ।

তবে ক্যাসিনো মানে যে শুধু জুয়ার আসর তা নয় ।যেমন ফিনল্যান্ডের হ্যাংকো কেসিনোতে কখনো জুয়া খেলা হয়নি ।এটি এখন একটি রেস্তোরা  আবার জার্মান কিংবা স্পেনে ক্যাসিনো বলতে তার বোঝে অফিসারদের মেস বা বসবাসের জায়গামেস বা বসবাসের জায়গা । তবে বর্তমান পৃথিবীতে  ক্যাসিনো একটি লাভজনক ব্যবসা প্রায় ৩৫০০ ক্যাসিনো আছে সারা পৃথিবীতে । শুধুমাত্র এই ক্যাসিনোর ব্যবসা দিয়ে কোন কোন শহর গড়ে উঠেছে পশহর গড়ে উঠেছে পআমেরিকার লাসভেগাস ও  চীনের ম্যাকাও তার সবচেয় সফল উদাহরন ।




মানুষ কবে থেকে শুরু করলজুয়া খেলা? :




জুয়া পৃথিবীদের আদিমতম খেলাগুলোর একটি। তাই এর সঠিক সময় নির্ধারন করা কঠিন ।পাচ হাজার বছর আগের মহাভারতেও দেখা গেছে এই জুয়া বা পাশা খেলা। মামা শুকনির কাছে এই খেলায় দ্রোপদীকে বাজি ধরে হেরে গিয়েছিল যুধিষ্ঠিরশুকনির কাছে এই খেলায় দ্রোপদীকে বাজি ধরে হেরে গিয়েছিল যুধিষ্ঠির এরপর গ্রিক-রোম কিংবা আরব সব যুগেই কোন না কোনভাবে এই জুয়া খেলার প্রচলন দেখা গেছেকোনভাবে এই জুয়া খেলার প্রচলন দেখা গেছে । তবে এই জুয়া ঘরে বসা খেলা শুরু হয় প্রথমইউরোপে ১৬৩৮ সালে ভেনিস শহরে সর্বপ্রথম একটি ক্যাসিনো খোলা হয় যার নাম


একটি ক্যাসিনো খোলা হয় যার নাম ক্যাসিনো ভেনিথজা । বুদ্ধিজীবীরা এক পরামর্শে উৎসবের সময়ে চলা বাহিরের জুয়াকে ভিতরে একে নিয়ন্ত্রন করা। কিন্তু সামাজিক অবক্ষয় রোধে বন্ধ করে দেয়া হয় ১৭৭৪ সালে।জুয়াকে ভিতরে একে নিয়ন্ত্রন করা। কিন্তু সামাজিক অবক্ষয় রোধে বন্ধ করে দেয়া হয়১৭৭৪ সালে। আর আমেরিকার প্রথম ক্যাসিনোর নাম স্যালুন ১৯৩১ সালে নেভাদা রাজ্যে সরকার  প্রথম অনুমোদন দেয় এই জুয়া খেলার ।  এই রাজ্যের লাভভেগাসকে তো বলা হয় জুয়াড়ীদের রাজধানীরাজধানী বর্তমানে এই শহরেই ১২২ টি ক্যাসিনো রয়েছেক্যাসিনো রয়েছে আর পুরো ফান্সে ১৮৯ টি ও ব্রিটেন মোট ১৪১ টি ক্যাসিনো রয়েছে। ক্যাসিনো থেকে সবচেয়ে বেশি আয় করা দেশের নাম আমেরিকা।ক্যাসিনো রয়েছে। ক্যাসিনো থেকে সবচেয়ে বেশি আয় করা দেশের নাম আমেরিকা। ২০১১ সালের হিসেবে দেখা যায় পৃথিবীল সবচেয়েবড় ক্যাসিনো চীনের দ্যা ভেলেন্তিনিয়ান ম্যাকাও বছরে আয় করে ৮২,০০০ কোটি টাকা। যা দিয়ে বাংলাদেশের তিনটা পদ্মা সেতু বানানো যাবে । আর লাসভেগাসের স্যান্ডসের আয় ৬২,০০০ কোটি টাকা ।

বাংলাদেশের তিনটা পদ্মা সেতু বানানো যাবে । আর লাসভেগাসের স্যান্ডসের আয় ৬২,০০০কোটি টাকা ।
তবে কেউ কেউ মনে করেন রাজস্ব আদায়ের জন্য এইভারতীয় রাজারাই  প্রথম ক্যাসিনো চালুকরেছিল আজ থেকে ২ হাজার বছর আগে  ।