'বিবিসি'র চোখে বিদেশী ভাষার সেরা ১০০ সিনেমা

পথের পাঁচালী সেরাদের মধ্য ১৫তম


টকিজ মানিক ।।

২০১৮ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, ইংরেজি ভাষার বাইরে পৃথিবীর সেরা ১০০ চলচ্চিত্রের তালিকা তৈরি করেছে। আর এমন বিশাল কাজের জন্য তারা ৪৩টি দেশ থেকে ৪১ টি ভিন্ন ভাষার মোট ২০৯ জন চলচ্চিত্র বিশেষজ্ঞের দারস্থ হয়েছিলেন।

২৪ দেশের ১৯টি ভাষার ৬৭ জন চলচ্চিত্র নির্মাতার ১০০টি সিনেমা এই তালিকায় জায়গা পায়। আর তালিকায় সবচেয়ে বেশি রয়েছে ফরাসি ভাষার সিনেমা।এ ভাষার ২৭টি সিনেমা জায়গা পেয়েছে তালিকায়। ১২টি ছবি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মান্দারিন ভাষা। ইতালিয়ান ও জাপানিজ ছবি আছে যথাক্রমে ১১টি করে। এ তালিকায় ৬৭ জন নির্মাতার মধ্যে মাত্র চারটি ছবির নির্মাতা নারী।

সেরা ১০০ ছবির তালিকায় পূর্ব এশিয়ার দেশগুলো থেকে ২৫টি ছবি ঠাঁই পেয়েছে।এরমধ্যে জাপানের ১১টি, চীন (৬), তাইওয়ান (৪), হংকং (৩), এবং দক্ষিণ কোরিয়া থেকে ১টি ছবি নেওয়া হয়েছে। তালিকায় ফরাসী ভাষার সর্বোচ্চ ২৭টি ছবি জায়গা পেয়েছে। জাপানের পাশপাশি ইতালীয় ভাষার মোট ১১টি ছবি রয়েছে।

ভারতীয় উপমহাদেশ থেকে শুধুমাত্র সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি পথের পাঁচালী সেরার তালিকায় ঠাঁই পেয়েছে। তালিকায় ছবিটির অবস্থান ১৫। দেখা যাক আর কোন কোন ছবি জায়গা পেয়েছে সেরা বিদেশী ভাষার ছবির তালিকায়-

বিদেশী ভাষার সেরা ১০০ সিনেমা : 

১০০.ল্যান্ডস্ক্যাপ ইন দ্য মিস্ট (Landscape in the Mist, 1988), গ্রিস
৯৯. অ্যাশেজ অ্যান্ড ডায়মন্ড (Ashes and Diamonds, 1958) পোল্যান্ড
৯৮. ইন দ্য হিট অব দ্য সান (In the Heat of the Sun, 1994), চায়না
৯৭. চেরি অব টেস্ট (Taste of Cherry,1997), ইরান
৯৬. শোয়া (Shoah, 1985), ফ্রান্স ( ডকু)
৯৫. ফ্লোয়েটিং ক্লাউডস (Floating Clouds, 1955),জাপান
৯৪. হয়্যার ইজ দ্য ফ্র্যান্ডস হোম (Where Is the Friend`s Home?, 1987), ইরান
৯৩. রেইজ দ্য রেড ল্যান্টার্ন (Raise the Red Lantern, 1991), চায়না
৯২. সিনস ফ্রম এ ম্যারেজ (Scenes from a Marriage, 1973), সুইডেন ( টিভি সিরিজ)
৯১. রাইফিফি (Rififi, 1955), ফ্রান্স
৯০. হিরোশিমা মন আমোর (Hiroshima Mon Amour, 1959), ফ্রান্স

৮৯. ওয়াইল্ড স্ট্রবেরি (Wild Strawberries, 1957),সুইডেন
৮৮. দ্য স্টোরি ব দ্য লাস্ট ক্রাইস্যান্থেমাম (The Story of the Last Chrysanthemum, 1939), জাপান
৮৭. দ্য নাইটস অব কাবিরিয়া (The Nights of Cabiria, 1957), ইটালী
৮৮. লা জিটি (La Jetée, 1962), ফ্রান্স
৮৫. আমবার্তো ডি (Umberto D, 1952), ইটালী
৮৪. দ্য ডিসক্রিট চার্ম অব দ্য বুর্জুয়াস (The Discreet Charm of the Bourgeoisie, 1972), ফ্রান্স, ইটালী,স্পেন
৮৩. লা স্ট্রাদা (La Strada, 1954), ইটালী
৮২. অ্যামেলি (Amélie, 2001),
৮১. সেলিন এবং জুলি বোটিং (Celine and Julie go Boating, 1974)
৮০. দ্য ইয়ং অ্যান্ড দ্য ড্যামড (The Young and the Damned, 1950)

৭৯. র‍্যান (Ran, 1985), জাপান
৭৮. ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন (Crouching Tiger, Hidden Dragon, 2000)
৭৭. দ্য কনফরমিস্ট (The Conformist, 1970)
৭৬. ওয়াই টু মামা তামবিয়েন (Y Tu Mamá También, 2001)
৭৫. বেলে দে জউর (Belle de Jour, 1967)
৭৪. পিয়েরট লে ফউ Pierrot Le Fou (Jean-Luc Godard, 1965)
৭৩. ম্যান উইদ এ মুভি ক্যামেরা (Man with a Movie Camera, 1929)
৭২. ইকিরু (Ikiru, 1952)
৭১. হ্যাপি টুগেদার (Happy Together, 1997)
৭০. লে একলিসে (L
Eclisse, 1962)

৬৯. আমোর (Amour, 2012)
৬৮. আগেতসু (Ugetsu, 1953)
৬৭. দ্য এক্সট্রেমিনেটিং অ্যাঞ্জেল (The Exterminating Angel, 1962)
৬৬. আলীঃ ফিয়ার ইটস দ্য সৌল (Ali: Fear Eats the Soul, 1973)
৬৫. অরডেট (Ordet, 1955)
৬৪. থ্রী কালার্সঃ ব্লু (Three Colours: Blue, 1993)
৬৩. স্প্রিং ইন অ্যা স্মল টাউন (Spring in a Small Town, 1948)
৬২. তৌকি বৌকি (Touki Bouki, 1973)
৬১. সাঁশো দ্য বেইলিফ (Sansho the Bailiff, 1954)
৬০. কনটেম্পট (Contempt, 1963)

৫৯. কাম অ্যান্ড সি (Come and See, 1985)
৫৮. দ্য ইয়ারিং অব ম্যাডাম ডি (The Earrings of Madame de
, 1953)
৫৭. সোলারিস (Solaris, 1972)
৫৬. চাঙ্কিং এক্সপ্রেস (Chungking Express, 1994)
৫৫. জুলেস অ্যান্ড জিম (Jules and Jim, 1962)
৫৪. ইট ড্রিঙ্ক ম্যান ওমেন (Eat Drink Man Woman, 1994)
৫৩. লেইট স্প্রিং (Late Spring, 1949)
৫২. অউ হাসার্দ বালতাহজার (Au Hasard Balthazar, 1966)
৫১. দ্য আমব্রেলাস অব চারবর্গ (The Umbrellas of, 1964)
৫০. লে আতালান্তে (L
Atalante, 1934)

৪৯. স্টকার (Stalker, 1979)
৪৮. ভিরিদিয়ানা (Viridiana, 1961)
৪৭. ফোর মান্থস, থ্রী উইকস অ্যান্ড টু ডেইস (4 Months, 3 Weeks and 2 Days, 2007)
৪৬. চিলড্রেন অব প্যারাডাইস (Children of Paradise, 1995), ইরান
৪৫. লে অ্যাভেন্তুরা (L
Avventura, 1960)
৪৪. ক্লিও ফ্রম ৫ টু সেভেন (Cleo from 5 to 7, 1962)
৪৩. বিও ট্র্যাভেইল (Beau Travail, 1999)
৪২. সিটি অব গড (City of God, 2002)
৪১. টু লিভ (To Live, 1994)
৪০. আন্দ্রেই রুবলেভ (Andrei Rublev, 1966)

৩৯. ক্লোজ আপ (Close-Up, 1990), ইরান
৩৮. এ ব্রাইটার সামার ডে (A Brighter Summer Day, 1991)
৩৭. স্পিরিটেড অ্যাওয়ে (Spirited Away, 2001)
৩৬. লা গ্রান্দে ইল্যুশন (La Grande Illusion, 1937)
৩৫. দ্য লিওপার্ড (The Leopard, 1963), ইটালী
৩৪. উইংস অব ডিজায়ার (Wings of Desire, 1987), West Germany; France
৩৩. প্লে টাইম (Playtime, 1967),
France; Italy
৩২. অল অ্যাবাউট মাই মাদার (All About My Mother, 1999), Spain
৩১. দ্য লাইভস অব আদারস (The Lives of Others, 2006), German
৩০. দ্য সেভেন্থ সিল (The Seventh Seal, 1957),সুইডেন

২৯. ওল্ডবয় (Oldboy, 2003), South Korea
২৮. ফ্যানি অ্যান্ড আলেকজান্ডার (Fanny and Alexander, 1982),সুইডেন
২৭. দ্য স্পিরিট অব দ্য বিহিভ (The Spirit of the Beehive(1973), Spain
২৬. সিনেমা প্যারাডিসো (Cinema Paradiso, (1988), ইটালী
২৫. ইয়াই ইয়াই (Yi Yi),( 2000),
Taiwan; Japan
২৪. ব্যাটেলশিপ পটেমকিন (Battleship Potemkin, (1925), রাশিয়া
২৩. দ্য প্যাশন অব জোয়ান অব আর্ক (The Passion of Joan of Arc, (1928), ফ্রান্স
২২. প্যান
স ল্যাবিরিন্থ (Pans Labyrinth, (2006), Spain- Mexico
২১. এ সেপারেশন (A Separation, (2011), ইরান
২০. দ্য মিরর (The Mirror, (1974), Russia 

১৯. দ্য ব্যাটেল অব আলজিয়ার্স (The Battle of Algiers, (1966), Italy- Algeria
১৮. এ সিটি অব স্যাডনেস (A City of Sadness, (1989), Taiwan
১৭. অ্যাগুইরি, দ্য র‍্যাথ অব গড (Aguirre, the Wrath of God, (1972),West Germany
১৬. মেট্রোপলিস (Metropolis, (1927), Germany
১৫. পথের পাঁচালী (Pather Panchali, (1955), ভারত
১৪. জিয়ানি দাইয়েলমান (Jeanne Dielman, (1975), ফ্রান্স
১৩. এম (M), (1931), Germany
১২. ফেয়ারঅয়েল মাই কনকিউবাইন (Farewell My Concubine, (1993), Hongkong
১১. ব্রিদলেস (Breathless, (1960), ফ্রান্স

১০. লা ডলসি ভিটা (La Dolce Vita, (1960), ইটালী
০৯. ইন দ্য মুড ফর লাভ (In the Mood for Love, 2000), Hongkong
০৮. দ্য ফোর হান্ড্রেড ব্লোস (The 400 Blows, 1959), ফ্রান্স
০৭. ৮ ১/২ (8 1/2, 1963), ইটালী
০৬. পার্সোনা (Persona, (1966), সুইডেন
০৫. দ্য রুলস অব দ্য গেইম (The Rules of the Game, (1939), ফ্রান্স
০৪. রাশোমান (Rashomon, 1950), জাপান
০৩. টকিও স্টোরি (Tokyo Story, 1953), জাপান
০২. বাইসাইকেল থিবস (Bicycle Thieves, 1948), ইটালী
০১. সেভেন্থ সামুরাই (Seven Samurai, 1954), জাপান


টকিজ মানিক