শিল্পিত পারু'র : এক হালি কবিতা
----------------
অ-প্রতিদ্বন্দ্বী
কবিরা লেখে বোধে আর অনুভবে
অকবি বাড়ায় ভার বুঝে ও না বুঝে ।
প্রেমিক চুমু খায় বেদনা আর আনন্দে
চরিত্রহীনও খায় চুমু অবহেলায় সানন্দে ।
----------------------------------
ভালোবাসে মানে
ভালোবাসা মানে
প্রিয় মানুষের উঠানে
নিজেকে ছড়িয়ে রাখা ।
ছড়ানো সুন্দর অসুন্দর থেকে যা ভালো
লাগে তাই যেন
সে তুলে নিতে
পারে আদরে !
শুধুমাত্র ভালোগুলো নিয়ে
প্রিয় মানুষটির দরজায়
দাঁড়িয়ে থাকা মানে
ব্যবসা ।---------------------------------
প্রতিবাদ
যেখানে জীবনের জয়গান, সেখানে মৃত্যুকে আলিঙ্গন হচ্ছে প্রতিবাদ !
যেখানে বেঁচে থাকা যন্ত্রণাময় সেখানে ভালোবেসে লড়াই হচ্ছে প্রতিবাদ !
অজস্র শোক আর বেদনায় নিমজ্জিত থেকে সহজ হওয়া হচ্ছে প্রতিবাদ ।
পৃথিবীর প্রত্যেকটি মহৎ প্রাণ
আজন্ম প্রতিবাদি আর বিপ্লবী !
------------------------------
পরিবার
সকল অপরাধ ধীরে ঝরে পড়ে গেলে ক্ষমায়,
যে এসে দাঁড়ায় সম্মুখে
সেই আমার পরিবার ।
শিল্পিত পারু
কবি