টিম প্রতিবেদন :
গুলতেকিন খান দ্বিতীয় বিয়েতে
আবদ্ধ হয়েছেন । তিনি প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম
স্ত্রী ছিলেন । পাত্র যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও কবি আফতাব
আহমেদ । গুলতেকিনের বনানীর বাসায় গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে ঘরোয়া
আয়োজনে এই বিয়ে অনুষ্ঠিত হয় । বিয়েতে দুই পরিবারের ঘনিষ্টজনেরা উপস্থিত
ছিলেন বলে জ ানা যায় ।
গুলতেকিনের মত আফতাব আহমেদ এরও এটি দ্বিতীয় বিয়ে । প্রথম স্ত্রীর সঙ্গে ১০ বছর ্আগে সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় । আফতাব আহমেদের একমাত্র ছেলে লন্ডনে পড়াশোনা করছেন । আফতাব আহমেদ অভিনেত্রী আয়শা আখতারের ছেলে পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ।
গুলতেকিন খান মাত্র ১৫ বছর বয়সে প্রথম বিয়ে করেন ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুন শিক্ষক ও উঠতি লেখক হুমাযূন আহমেদকে । তাদের দীর্ঘ ৩০ বছরে দাম্পত্যজীবন বিচ্ছেদে গড়ায় ২০০৩ সালে । গুলতেকিন ও হুমায়নের তিন মেয়ে ও এক ছেলে আছে । চার সন্তানের সম্মতিতেই এই বিযে হয়েছে বলে জানা যায় । বিয়ের কয়েকদিন পর মেজো মেয়ের বাড়ি আমেরিকায বেড়াতে গেছেন গুলতেকিন।
হুমায়ূন আহমেদের বিভিন্ন লেখায় গুলতেকিনের নাম এসেছে বারবা, তুমুল জপ্রিয়তার কারনে গুলতেকিনও হুমায়ূনের পাঠকদের কাছে সমানভাবে পরিচিত। পাঠক প্রিয়তার মতো তুমল সমালোচনা জন্ম দেয় হুমায়ূনের দ্বিতীয় বিয়ের খবর । ২০০৪ সালে গুলতেকিনকে ডিভোর্স দেয় হুমায়ন আহমেদ । তার পরের বছর ২০০৫ সালে বিয়ে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে । ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালে মারা যান হুমায়ূন আহমেদ তখন বয়স হয়েছিল ৬৪ বছর।
চার সন্তানের জননী গুলতেকিন একটি খ্যাতনামা ইংরেজি স্কুলে শিক্ষকতা করতেন পাশাপাশি তার সাহিত্যচর্চা চলত । তার দুটি কবিতার বই প্রকাশিত হয়ছে । গত ৭ বছর ধরে কবি ও সরকারি কর্মকতা আফতাব আহমেদের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে শেষ পর্যন্ত তা বিয়েতে গড়ায় ।
বাংলা.box
টিম প্রতিবেদন