আমরা কয়েক বন্ধু মিলে বান্দরবনের নীলাচল দেখতে বের হয়েছিলাম। বৃষ্টিতে আরো আনন্দময় হয়ে উঠেছিল আমাদের পাহাড় দেখা। চলুন আপনাদেরও সেই গল্প শোনাবো। আমরা আট বন্ধু মিলে বের হয়েছিলাম পাহাড় আর সমুদ্র দেখতে। সেই গল্প বান্দরবানের স্বর্নমন্দির দেখতে দেখতে আপনাদের জানিয়েছিলাম।
আমরা এসেছিলাম মেঘলা পর্যটন কেন্দ্রে কিস্তু সেই পাহাড় দেখাতে বাধ সেধেছে বৃষ্টি। কিন্তু বৃষ্টিতে এক টং দোকানে বসে পাহাড়ের বৃষ্টিতে মুগ্ধ হতে থাকলাম। কিন্তু সেটা বেশীক্ষন নয়। কিছুক্ষনের মধ্যেই একটা জীপ নিয়ে আমার রওয়ানা দিলাম বাংলার দার্জিলিং নামে পরিচিত নীলাচলের দিকে।
সমুদ্র থেকে ১৬০০ ফুট উচুতে সে এক অন্যরকম অনুভুতি। আর এই অনুভুতি বৃষ্টিতে বেড়ে গিয়েছে আরো কয়েকগুন। রাস্তায় নেমে পড়লাম সবাই বৃষ্টিতে ভিজতে। আর এই বৃষ্টিতে নীলাচলের সৌন্দর্য্য যেন একটি বেশী হয়ে উঠছৈ। মেঘ আর বৃষ্টিতে এইদিন যেন এক অপরুপ সৌন্দয্যে মেতে উঠেছিল পাহাড়। তার সাথে আমরাও মেতে উঠেছিলাম আনন্দে।
পরদিন আবার আমরা গিয়েছিলাম নীলাচলের বিকেলের সৌন্দর্য দেখতে। বৃষ্টি ছাড়া নীলাচল যেন আরেক রুপে সেজে আছে। নীলাচলে গিয়ে দেখা হল বাংলাদেশ আইডলের প্রথম বিজয়ী মং উ চিং মারমার সাথে। তার সাথে কথা সেরে আমার ঘুরতে থাকলাম বান্দরবনের নীলাচল। আমাদের সেই ঘুরাঘুরি দেখতে ভিডিওটি দেখতে পারেন ।
নীল মৌমাছি
পর্যটক ও লেখক
0 Comments