জাপানে তানভীর মোকাম্মেলের 'জীবনঢুলি' ও 'বস্ত্রবালিকারা'


'জীবনঢুলি'র প্রধান চরিত্রে শতাব্দী ওয়াদুদ

বিনোদন টিম ।

চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল জাপানে আমন্ত্রিত হয়েছেন। টোকিওতে তানভীর মোকাম্মেলের দুইটি চলচ্চিত্রের প্রদর্শনী হবে-“জীবনঢুলী” ও প্রামাণ্যচিত্র “বস্ত্রবালিকারা”। ২৪শে জানুয়ারী “জীবনঢুলী” ও ২৫শে জানুয়ারী “বস্ত্রবালিকারা”-র প্রদর্শনী হবে। ২৫শে জানুয়ারি তানভীর মোকাম্মেলকে একটা বক্তৃতা প্রদান করতে হবে। বিষয় হচ্ছে “এশিয়ার প্রামাণ্যচিত্র : সমস্য ও সম্ভাবনা।” এ উপলক্ষ্যে তানভীর মোকাম্মেল ২৩শে জানুয়ারী জাপানে গেছেন ও সেদেশে তিনি এক সপ্তাহ অবস্থান করবেন। উল্লেখ্য যে 'জীবনঢুলি'  সরকারি অনুদান প্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা যা মুক্তি পায় ২০১৪ সালে । আর দেশের সবেচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করা গার্মেন্টস সেক্টরে কাজ করা নারীদের নিয়ে ২০০৭ সালে 'বস্ত্রবালিকারা' নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন দেশের এই গুণী নির্মাতা ।

Post a Comment

0 Comments