সৃজিত-মিথিলা বিয়ে করছেন ফেব্রুয়ারিতে


বিনোদন টিম :

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।


আজ সোমবার দুপুরে প্রকাশিত সংবাদে জানা যায় বিয়ের প্রস্তাব নিয়ে কলকাতার এই নির্মাতা এখন ঢাকায় অবস্থান করছেন। যদিও বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি অস্বীকার করেছেন সৃজিত। তিনি বলেন, মিথিলার পরিবারের সঙ্গে আমার বহুদিন ধরেই চেনাজানা। তাদের সঙ্গে দেখা করতেই আসা।

এদিকে, গত মার্চে সংগীত শিল্পী অর্ণবের গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল ছিলেন মিথিলা। সেই কাজের সূত্র ধরে সৃজিত-মিথিলার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। গত সেপ্টেম্বরে কলকাতায় সৃজিতের জন্মদিনের কেক কাটতে দেখা যায় মিথিলাকে। শুধু তাই নয়, নেপালেও তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।


তবে এই বিষয়ে এখনও দেশের কোন গণমাধ্যমের কাছে সত্যতা স্বীকার করেনি দুজনের কেউ । তবে তা যদি সত্য হয় তাহলে এতদিনের প্রেমের গুঞ্জনের অবসান ঘটতে যাচ্ছে মিথিলা-সৃজিতের । সৃজিত হতে চলেছে বাংলাদেশের জামাইবাবু আর মিথিলা হতে চলেছে কলকাতার পুত্রবধু ।


বিনোদন টিম