টকিজ মানিক ।।
বলিউডে ত্রিশ বছর ধরে অভিনয়
করছেন অজয় দেবগান। পূর্ণ করেছেন ১০০ সিনেমার কোটা। এবার মুক্তি পাচ্ছে অজয়ের শততম সিনেমা
‘তানহাজি: দ্য আনসাং
ওয়ারিয়র’র।
যেখানে মারাঠি যোদ্ধা তানহাজি মালুসারির রূপে দেখা যাচ্ছে বলিউড এই সুপারস্টারকে।
বলিউড এর বড় বাজেটের সিনেমাগুলো সাধারণত ইতিহাস নির্ভর। চলতি বছরেই
মুক্তি পেয়েছে মাণিকার্ণিকা, কেসরি, লাল কাপ্তান ও কালাঙ্ক এর মত পিরিয়ড ড্রামার
সিনেমাগুলো। আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে সত্যঘটনা অবলম্বনে নির্মিত আরেক পিরিয়ড
ড্রামা ফিল্ম ‘তানহাজি:
দ্য আনসাং ওয়ারিয়র’।
সিনেমায় মারাঠি যোদ্ধা তানহাজি মালুসারির রূপে দেখা
যাচ্ছে বলিউড অভিনেতা অজয় দেবগানকে। তানহাজি ছিলেন সপ্তদশ শতকে মারাঠা সাম্রাজ্যের একজন সামরিক নেতা। অপরদিকে সিনেমায় অজয়ের প্রতিপক্ষের চরিত্রে রয়েছেন
সাইফ আলি খান। যিনি মুঘল সেনাপতি উদয়ভান এর চরিত্রে অভিনয় করেছেন।
ইতিমধ্যে সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে যা দেখে বোঝা যাচ্ছে আবারও অ্যাকশন ভরপুর একটি বড় বাজটের
সিনেমা উপভোহ করতে পারবেন দর্শকরা। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শারাদ
কেলকার, লুকে কেনি, নেহা শার্মাসহ অনেকে।
‘তানহাজি’র মাধ্যমে প্রায় বারো বছর
পর এক সঙ্গে পর্দায় দেখা যাবে সাইফ আলি খান এবং অজয় দেবগানকে। ‘তানহাজি: দ্য আনসাং
ওয়ারিয়র’ পরিচালনা করেছেন ওম
রাউত। থ্রিডি
ফরমেটেও সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারি।
টকিজ মানিক
0 Comments