রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ এত বিশাল এবং মৌলিক যে তার আশেপাশে বাকি সবাইকে অনেক ছোট দেখায় । শিল্প সৃষ্টির জন্য তিনি তার আশেপাশের সম্পর্ক, সময় এবং স্থানকে এমন ভাবে ব্যবহার করেছেন যে কেউ কেউ বলে প্রতিভায় তিনি ছিলেন দানবীয়। কি কি কাজ করেছেন তিনি ? শুধু পরিমানটুকু জানা যাক এ্ই প্রামাণ্যচিত্রটুকুতে ।