নিসর্গ : বরিশালের অজোপাড়া গায়ে এক বিনোদন কেন্দ্র




নীল মৌমাছি ।।



যার ঘুরতে ভালোবাসেন তারা কোন কিছুর খোজ পেলেই ঘুরতে বের হন।  আমরাও  বরিশালের এক আজপাড়া গায়ে এমন একটি বিনোদন কেন্দ্রের সন্ধান পেয়েছি। যার নাম নিস্বর্গ পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র । চাইলে আপনিও ঘুরে আসতে পারেন গ্রামের ছোট এই বিনোদন কেন্দ্রটি থেকে ।

ঢাকা থেকে বরিশাল প্রায় ২৪০ কিমি.এর পথ। বরিশালের চৌমাথা মোড় হতে, নবগ্রাম রোড ধরে, মাত্র ২০ টাকায ,আপনি পৌছে যাবেন ফকিরের হাট নামক স্থানে । সেখান থেকে পায়ে হাটা পথে পৌছে যাবেন নিসর্গ বিনোদন কেন্দ্রে। টিকিট মাত্র ২০ টাকা ।

এই পিকনিক স্পটির আসল সৌন্দর্য্য হচ্ছে এটি একেবারে গ্রামে যে কোন ধরনের কোলাহল মুক্ত । ২০১৯ এর নভেম্বরে কেন্দ্রটি চালু হয়।

কয়েক একর জমি নিয়ে বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ পার্কটি নির্মাণ করেছেন বরিশালের স্বনামধন্য কিডনি বিশেষশজ্ঞ ডাঃ রফিকুল বারীর সহধর্মীনি ও রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আফরোজা


দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির গাছপালা ও লতা। চারিপার্শ্বে বিভিন্ন প্রজাতের ফুলগাছ ছাড়াও কৃত্রিম পশু-পাখি যেমন-সিংহ, বাঘ, বক, হরিন, পাখি, বানর সহ বিনোদনের অসংখ্য স্ট্যাচু দিয়ে প্রায় কয়েক একর জমিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির ন্যায় সাজানো হয়েছে অপরূপ সাজে

এখনও স্পটটির বর্ধিত অংশের কাজ চলছে বেশ সুদৃশ্য একটি মঞ্চ  আছে তার সামনেই আছে একটি মাঠ বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা আপনার নজর কাড়বে ।

পিকনিক বা কনফারেন্সের জন্যও ভাড়া নিতে পারবেন স্পটটিশিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য আছে সুব্যবস্থা। এছাড়া এর রাতের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে

চাইলে আপনিও ঘুরে আসতে পারেন  নিসর্গ বিনোদন কেন্দ্রটি থেকে ।



নীল মৌমাছি 
পর্যটক ও লেখক

Post a Comment

0 Comments