নীল মৌমাছি ।।
যার ঘুরতে ভালোবাসেন তারা কোন কিছুর খোজ পেলেই ঘুরতে বের হন। আমরাও
বরিশালের এক আজপাড়া গায়ে এমন একটি বিনোদন কেন্দ্রের সন্ধান পেয়েছি। যার নাম
নিস্বর্গ পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র । চাইলে আপনিও ঘুরে আসতে পারেন গ্রামের ছোট
এই বিনোদন কেন্দ্রটি থেকে ।
ঢাকা থেকে বরিশাল প্রায় ২৪০ কিমি.এর পথ। বরিশালের চৌমাথা মোড় হতে, নবগ্রাম রোড
ধরে, মাত্র ২০ টাকায ,আপনি পৌছে যাবেন ফকিরের হাট নামক স্থানে । সেখান থেকে পায়ে
হাটা পথে পৌছে যাবেন নিসর্গ বিনোদন কেন্দ্রে। টিকিট মাত্র ২০ টাকা ।
এই পিকনিক স্পটির আসল সৌন্দর্য্য হচ্ছে এটি একেবারে গ্রামে। যে কোন ধরনের
কোলাহল মুক্ত । ২০১৯ এর নভেম্বরে কেন্দ্রটি চালু হয়।
কয়েক একর জমি নিয়ে বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের
ফকিরহাট এলাকায় এ পার্কটি নির্মাণ করেছেন বরিশালের স্বনামধন্য কিডনি বিশেষশজ্ঞ
ডাঃ রফিকুল বারী’র
সহধর্মীনি ও রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আফরোজা।
দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির গাছপালা ও লতা। চারিপার্শ্বে
বিভিন্ন প্রজাতের ফুলগাছ ছাড়াও কৃত্রিম পশু-পাখি যেমন-সিংহ, বাঘ, বক, হরিন,
পাখি, বানর সহ বিনোদনের অসংখ্য স্ট্যাচু
দিয়ে প্রায় কয়েক একর জমিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির ন্যায় সাজানো
হয়েছে অপরূপ সাজে ।
এখনও স্পটটির বর্ধিত অংশের কাজ চলছে। বেশ সুদৃশ্য একটি মঞ্চ আছে তার সামনেই আছে একটি মাঠ। বিভিন্ন জায়গায়
বসার ব্যবস্থা আপনার নজর কাড়বে ।
পিকনিক বা কনফারেন্সের জন্যও ভাড়া নিতে পারবেন স্পটটি । শিশুদের খেলাধুলা ও
বিনোদনের জন্য আছে সুব্যবস্থা। এছাড়া এর রাতের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ।
চাইলে আপনিও ঘুরে আসতে পারেন নিসর্গ
বিনোদন কেন্দ্রটি থেকে ।
নীল মৌমাছি
পর্যটক ও লেখক
0 Comments