এবছর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ৪৮ টি চলচ্চিত্রের মধ্যে সৌভাগ্যবশত ৩০ টি চলচ্চিত্র আমার সিনেমাহলে
দেখা হয়েছে। পরবর্তীতে অনলাইন রিলিজের কল্যাণে একটি ছবি বাদে বাকি সবগুলোই এবছর
আমার দেখা হয়েছে। অভিজ্ঞতার আলোকে যা বুঝলাম বিগত তিন-চার বছরের তুলনায় এবছর মানের
দিক থেকে আমরা নিজেরাই নিজেদের থেকে পিছিয়ে গেছি, স্বাভাবিকভাবেই বাজে ছবির লিস্ট টা অনেক লম্বা। তাই
আলাদাভাবে বাজে ছবির তালিকা না করে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে সব ছবির পাশে আলাদা
গ্রেডিং যোগ করলাম। মোট চারভাগে এই ছবিগুলোকে আলাদা করেছি।
A = ভালোমানের/উপভোগ্য
B = মোটামুটিমানের/একবার দেখার মতো
C = দুর্বলমানের/যথেষ্ট ভালো না
D = নিম্নমানের/দেখার উপযুক্ত না
আমার দৃষ্টিভঙ্গির
সাথে সবাই একমত হবেন, এমনটা আশা করছি
না। সবার পছন্দ/অপছন্দ এক নয়। তবে এটা বিশ্বাস করি, কেউ সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করতে পারবে না। নিচে নাম, পরিচালকের নাম এবং তার পাশে ছবির গ্রেডিং
দেওয়া হলোঃ
১/ আই অ্যাম রাজ -
এম.এ আজাদ - D
২/ গোয়েন্দাগিরি -
নাসিম সাহনিক - D
৩/ আমার প্রেম
আমার প্রিয়া - শামীমুল ইসলাম শামীম -B
৪/ দাগ হৃদয়ে -
তারেক শিকদার -C
৫/ ফাগুন হাওয়ায় -
তৌকীর আহমেদ -A
৬/ রাত্রির যাত্রী
- হাবিবুল ইসলাম হাবিব -D
৭/ অন্ধকার জগৎ -
বদিউল আলম খোকন -C
৮/ হৃদয়ের রংধনু
- রাজীবুল হোসেন -B
৯/ প্রেম আমার ২ -
বিদুলা ভট্টাচার্য্য -C
১০/ যদি একদিন -
মোঃ মোস্তফা কামাল রাজ -B
১১/ বউ বাজার -
এ.আর মুকুল নেত্রবাদী -D
১২/ কারণ তোমায়
ভালোবাসি - গোলাম মোস্তফা শিমুল -C
১৩/ লিডার -
দিলশাদুল হক শিমুল -C
১৪/ লাইভ ফ্রম
ঢাকা - আব্দুল্লাহ মোহাম্মদ সাদ -A
১৫/ প্রতিশোধের
আগুন - মোঃ আসলাম -D
১৬/ তুই আমার রানি
- সজল আহমেদ -C
১৭/ বয়ফ্রেন্ড -
উত্তম আকাশ -C
১৮/ আলফা -
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু -A
১৯/ পাসওয়ার্ড -
মালেক আফসারী -B
২০/ নোলক - সাকিব
সনেট -A
২১/ আবার বসন্ত -
অনন্য মামুন -B
২২/ আলোয় ভুবন ভরা
- আমীরুল ইসলাম -C
২৩/ ভালোবাসার
উত্তাপ - শহীদুল আলম সাচ্চু -C
২৪/ দ্য ডিরেক্টর -
কামারুজ্জামান কামু -C
২৫/ আব্বাস - সাইফ
চন্দন -B
২৬/ অনুপ্রবেশ -
তাপস কুমার দত্ত -B
২৭/ কালো মেঘের
ভেলা - মৃত্তিকা গুণ -A
২৮/ আকাশ মহল -
দেলোয়ার জাহান ঝন্টু -D
২৯/ ভালোবাসার
রাজকন্যা - রাজু আলীম -C
৩০/ মনের মতো
মানুষ পাইলাম না - জাকির হোসেন রাজু -B
৩১/ বেপরোয়া -
রাজা চন্দ -B
৩২/ ভালোবাসার
জ্বালা - বশির আহমেদ
৩৩/ ভালোবাসা ডট
কম - মোঃ আসলাম -C
৩৪/ মায়াবতী -
অরুণ চৌধুরী -A
৩৫/ অবতার -
মাহমুদ হাসান শিকদার -C
৩৬/ পাগলামী - কমল
সরকার -D
৩৭/ সাপলুডু -
গোলাম সোহরাব দোদুল -A
৩৮/ ডনগিরি - শাহ
আলম মন্ডল -D
৩৯/ পদ্মার প্রেম
- হারুন-উজ্জামান -C
৪০/ বেগম জান -
মোঃ আসলাম -D
৪১/ ইতি, তোমারই ঢাকা - এন্থলজিক্যাল ফিল্ম -A
৪২/ ন ডরাই -
তানিম রহমান অংশু -A
৪৩/ ইন্দুবালা -
জয় সরকার -C
৪৪/ প্রেম চোর -
উত্তম আকাশ -D
৪৫/ গার্মেন্টস
শ্রমিক জিন্দাবাদ -D
৪৬/ গহীনের গান -
সাদাত হোসেন -B
৪৭/ ফরায়েজী
আন্দোলন - ডায়েল রহমান -C
৪৮/ মায়া - মাসুদ
পথিক -A
.
ব্লগার
ফেসবুক থেকে
0 Comments