শিল্পিত পারু'র কবিতা




ভালোবাসা মানে
         শিল্পিত পারু




ভালোবাসা মানে একটি জ্বালানো প্রদীপ
ভালোবাসা মানে বৃষ্টিতে ভেজা মন
ভালোবাসা মানে বেড়ে যাওয়া উৎপাদন!

ভালোবাসা মানে মেয়ের কণ্ঠে রবির গান
ভালোবাসা মানে পুড়ে যাও তরকারি
ভালোবাসা মানে অহেতুক বাড়াবাড়ি

ভালোবাসা মানে আলোয় জড়ানো মুখ
ভালোবাসা মানে জোছনা ভেজানো অথবা
ভালোবাসা মানে সমুদ্রে ডোবানো পা


ভালোবাসা মানে তোমার কপলে কালো দাগ
ভালোবাসা মানে ফিরে পাওয়া পুরাতন
ভালোবাসা মানে শরীরে শরীর শুধু বদলে যাওয়া মন!

ভালোবাসা মানে পাশাপাশি বসে থাকা
কাজলে অকাজল চোখ
ভালবাসা মানে হারিয়ে যাবার ভয়
হঠাৎ অকরুণ শোক!

ভালবাসা মানে বারবার ফিরে আসা
ভালবাসা মানে স্বপ্ন বিছিয়ে থাকা!

ভালোবাসা মানে শেষ পর্যন্ত
প্রদীপ জ্বালিয়ে রাখা  ।



ভালবাসা মানে শেষ পর্যন্ত
মনের গহীনে প্রশান্তির একটি ঘর !!



শিল্পিত পারু
বাড্ডা-ঢাকা/২০১৯

Post a Comment

0 Comments