চলে গেলেন স্বনামধন্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান



টকিজ মানিক ।।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান  আর নেই। বৃহস্পতিবার রাত ১২টা২৬ মিনিটে তিনি একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ৭০ বছর বয়সে মারা গেলেন। মাহফুজুর রহমান খান ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ।


এর আগে গত ২৫ নভেম্বরে তিনি অসুস্থ হলে পরিবারের লোকজন রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে আসেন পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় । সেখানেই ৫ ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন ।

মাহফুজুর রহমান খান পেশাদার চিত্রগ্রাহক হিসেবে ১৯৭২ সালে প্র২৬ থম চলচ্চিত্রে কাজ করেন। এরপর তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদেরমত চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেন। চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমনি, পোকামাকড়ের ঘর বসতি, হাজার বছরধরে  সহ অসংখ্য সিনেমার চিত্রগ্রাহক তিনি।



মাহফুজুর রহমান খানের জন্ম ১৯৪৯ সালের ১৯ মে, পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডের এক বনেদি পরিবারে। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকের মতো বরেণ্য চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।

Post a Comment

0 Comments