১৬১০ সালে
বুড়িগঙ্গার তীরে বাংলার রাজধানী ঢাকা গড়ে ওঠেছিল । একসময় বুড়িগঙ্গাকে আলোকসজ্জায় ভরিয়ে তুলেছিলেন মোঘল
সুবাদার মোকাররম খাঁ। আর এমন সুন্দর নদী ঘেষাঁ শহর দেখে ইউরোপের মানুষ এদেশকে
প্রাচ্যের ভেনিস ভাবতো । তাদের মধ্যে টেইলর ছিল অন্যতম ।
প্রাচীন গঙ্গা এই পথ দিয়ে গিয়ে সমুদ্রে মিশেছে তাই
এই নদীর নাম বুড়ি গঙ্গা এই নদীটির দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার। বুড়িগঙ্গা ধলেশ্বরি নদী থেকে উৎপত্তি
হয়েছে। কলাতিয়া নামক স্থানে এই নদীর উৎপত্তিস্থল।
সরকারি তালিকায় এখন এই নদীর নাম্বার ৪৭।
প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন লিটার বর্জ্য এই নদীতে এসে পড়ে। বুড়িগঙ্গার পানি এত বিষাক্ত যে মাছ পোকামাকড়
কেউই বাঁচতে পারেনা এই পানিতে।
ভিডিও :
0 Comments