'আমি বোধ করি আর সিনেমা বানাবো না'..মাসুদ পথিক


ছবি : পরিচালকের ফেসবুক থেকে

মাসুদ পথিক ।।


সিনেমা 'রিলিজ' করতে এসে বুঝছি বাংলা সিনেমা কেনো আগাচ্ছে না। আর ষড়যন্ত্র কাকে বলে!!
মায়া: দ্য লস্ট মাদার' যাতে হল না পায় একটা গ্রুপ নিরলস কাজ করে যাচ্ছে।

আরে ভাই এটা কেনো ব্যক্তিগত সিনেমা নয়। এই সিনেমা আপনারই, আপনার আমার আত্মপরিচয়ের বিষয় নিয়ে নির্মিত। নিজেকে নিজেই খুন করতে চান?
একজন মাসুদ পথিক হয়তো আর সিনেমা নির্মাণেথাকবে না। কিন্তু এই মা, মাটি এবং দেশ থাকবে, আপনারা থাকবেন। এই সিনেমায় এসবের সত্যিকারের বাস্তবতা ও চেতনা চিহ্নই আঁকা হয়েছে।

সো, বিবেচনা করুন। মায়া' কে মুক্তি দিবেন, নাকি অন্ধকারে বন্দী করে রাখবেন।??
কসম, আমি সিনেমা দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো না।'নেকাব্বরের মহাপ্রয়াণ যতোই জাতীয় পুরস্কার পাক, বিদেশি পুরস্কার পাক, আমি ২ লাখ টাকাও পাইনি, ফাকে আমার বাপের ২ বিঘা জমি চলে গেছে। মায়া'ও তাই করছে।
বিশ্বাস সে আপনার, এবং আপনাদের একান্ত বিষয়।

তবে আমি বোধ করি আর সিনেমা বানাবো না। বানানো সম্ভব নয়।

এতো ষড়যন্ত্র, এতো ঈর্ষার আগুন ফেস করে বেঁচে থাকাই কি সম্ভব এই সমাজে?? এই প্রশ্ন নিজের কাছেই?
আহারে আমার 'মায়া'....
কান্না পাচ্ছে, খুব!

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক 
ফেসবুক থেকে

Post a Comment

0 Comments