কত শক্তিশালী ছিল এই আলেকজান্ডারের বাহিনী ?




শিল্পিত পারু ।।

(আগের কিস্তির পর....)

আলেকজান্ডার হচ্ছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী যোদ্ধা। মাত্র ৩২ বছর বয়সে যিনি পৃথিবীর অর্ধেকটাই দখল করে ফেলেছিল। গ্রিস থেকে ভারতের পাঞ্জাব দখলে তিনি একটি যুদ্ধেও হারেনি। ইতিহাসের এই পরাক্রমশালী যোদ্ধার কথা মানুষ দুই হাজার বছর পরও মনে রেখেছে। সবাই তাকে চেনে আলেকজান্ডার, আলেকজান্ডার দ্যা গ্রেট নামে ।

কিন্তু কিভাবে এত অল্প বয়সের একজন তরুণ এত বিশাল সম্রাজ্য জয় করলো ? কত শক্তিশালী ছিল তার সেনাবাহিনী? অথবা ব্যক্তি আলেকজেন্ডার কি উভয়কামি ছিলেন ? কিভাবে মৃত্যু হলো আলেকজান্ডারের বিষে নাকি ম্যালেরিয়ায় ? আলেকজেন্ডার কি সত্যিই মহান যোদ্ধা ছিলেন নাকি ছিলেন একজন দুর্ধর্ষ খুনি?

পুরো ধারাবাহিক জুড়ে আমার এরকম আরো নানা প্রশ্নের উত্তর খুঁজব। নজর দেবো আলেকজান্ডারের জন্ম, মৃত্যু, শিক্ষা, প্রেম এবং যুদ্ধসহ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর দিকে। 

আজ চতুর্থ কিস্তিতে নজর দেয়া যাক আলেকজান্ডারে অপারাজেয় সেই সেনাবাহিনীর উপর




পর্ব : ০৪

সেনাবাহিনী : কত শক্তিশালী ছিল এই আলেকজান্ডারের বাহিনী ?

আলেকজেন্ডার যখন বিশ্ব জয়ের জন্য বের হয় তখন তার বাহিনীর বাহিনীমোট সদস্য ছিল প্রায় ৯২ হাজার । যার মধ্যে পদাতিক ছিল ৪৮,০০০ হাজার, অশ্ববাহিনী ছিল ৬,১০০ হাজার, নাবিক ছিল ৩৮,০০০ আর সাথে ছিল ১২০টি জাহাজ ।  আর পুরো গ্রিকের বিভিন্ন রাজ্য থেকে এসেছিল এসব সৈন্য বাহিনীর সৈন্যরা সজ্জিত থাকতো বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে ।


সবার অগ্রভাবে থাকতো ৯ হাজার মেসিডোনিয়ান ফ্যালানজাইটএই পদাতিক বাহিনীর মুল অস্ত্র ছিল সারিসা সারিসা হল ১৮ ফুট  লম্বা একটা ফলকা যুক্ত শক্ত পাইপ বা লোহার রড়তাদের মুল শক্তি ছিল বিশেষ কায়দায় যুদ্ধ করা, যাকে বলা হয় ফ্যালানক্স শক্রর আক্রমন ঠেকাতে মুহুর্তের মধ্যে সৈন্যদের ঢালগুলো একত্রিত করে এক নিছিদ্র ঢালের পাহাড় বানাতে পারতো তারা আর সাধারনের চাইতে দ্বিগুন লম্বা সারিসা নিয়ে আগিয়ে যেতে পারতো এই বাহিনী। যাদের নেতৃত্বে থাকতো সেনাপ্রধান ফারমিওন ।

আর এই বাহিনীর পাহারায় থাকতো ৩ হাজার হাইপাসপিস্ট যাদের অস্ত্র ছিল ছোট বর্ষা আর ঢাল। নেতৃত্বে ছিল সেনাপ্রান ফারমিওনের পুত্র নিকানর ।

দ্বিতীয় সারিতে থাকতো  ১২ হাজার গ্রীক হপসলাইটগ্রীক থেকে আসা এসব পদাতিক বাহিনীর অস্ত্র ছিল ঢাল আর ৪ ফুট লম্বা বর্ষা ।

ফ্যালানাক্সদের পিছনে ফিলোটাসের নেতৃত্বে থাকতো দ্যা কিং কম্পিনিয়ন নামের একটি দূর্ধর্ষ অশ্ববাহিনী, যারা ঝটিকা আক্রম করে আবার ফ্যালানক্সদের ঢালের আড়ালে লুকিয়ে পড়তে পারতো

এছাড়া বুলগেরিয়া ও থেসেলী, ইলেরিয়া থেকে আগত অন্যান্য অশ্ববাহিনী গুলোর অস্ত্র ছিল তীর ধনুকক্যালাস,  ইরেজিয়াস ও ক্যাসান্ডারের নেতৃত্বে ছিল আরো কিছু অশ্ববাহিনী

আলেকজান্ডার নিজে নেতৃত্ব দিতেন বিশেষভাবে প্রশিক্ষিত অশ্ববাহিনী রয়েল স্কোয়াড্রনের যুদ্ধের ময়দানে আলেকজান্ডারের সাহসী আর বুদ্ধিদীপ্ত নেতৃত্বে এই বাহিনী হয়ে উঠেছিল পৃথিবীর শ্রেষ্ঠ সুসংগঠিত অপারেজেয় সেনাবাহিনী। এই সুজ্জিত বাহিনী টানা ৮ বছরের যুদ্ধে গ্রিক থেকে পাঞ্জাব দখল করে ফেলেছিল যেখানে তাদের একটি যুদ্ধেও পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়নি 

(চলবে...)


শিল্পিত পারু
কবি ও লেখক

Post a Comment

0 Comments