![]() |
শিল্পীর তুলিতে আলেকজান্ডার ও বাগোস |
শিল্পিত পারু ।।
আলেকজান্ডার হচ্ছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী যোদ্ধা। মাত্র ৩২ বছর বয়সে যিনি পৃথিবীর অর্ধেকটাই দখল করে ফেলেছিল। গ্রিস থেকে ভারতের পাঞ্জাব দখলে তিনি একটি যুদ্ধেও হারেনি। ইতিহাসের এই পরাক্রমশালী যোদ্ধার কথা মানুষ দুই হাজার বছর পরও মনে রেখেছে। সবাই তাকে চেনে আলেকজান্ডার, আলেকজান্ডার দ্যা গ্রেট নামে ।
কিন্তু কিভাবে এত অল্প বয়সের একজন তরুণ এত বিশাল সম্রাজ্য জয় করলো ? কত শক্তিশালী ছিল তার সেনাবাহিনী? অথবা ব্যক্তি আলেকজেন্ডার কি উভয়কামি ছিলেন ? কিভাবে মৃত্যু হলো আলেকজান্ডারের বিষে নাকি ম্যালেরিয়ায় ? আলেকজেন্ডার কি সত্যিই মহান যোদ্ধা ছিলেন নাকি ছিলেন একজন দুর্ধর্ষ খুনি?
পুরো ধারাবাহিক জুড়ে আমার এরকম আরো নানা প্রশ্নের উত্তর খুঁজব। নজর দেবো আলেকজান্ডারের জন্ম, মৃত্যু, শিক্ষা, প্রেম এবং যুদ্ধসহ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর দিকে।
আজ অষ্টম কিস্তিতে নজর দেয়া যাক আলেকজান্ডারের যৌনজীবনের দিকে
(আগের কিস্তির পর....)
পর্ব : ০৮
পর্ব : ০৮
আলেকজেন্ডার কি সমকামি ছিলেন ?
আলেকজেন্ডার ২৯ বছর বয়সে বিয়ে করেন রুখসানাকে। তিনি
ছিলেন ব্যকট্রিয়া রাজ্যের রাজকন্যা। বর্তমানে
এলাকটি পড়েছে ইরানের মধ্যে। রুকসানা ভেতর যে সাহস আর ক্ষিপ্রতা দেখেছিলো, তাতেই তার মনে হয়েছে, তার
অনাগত বীর সন্তানের মা হবার জন্য এর চেয়ে যোগ্য নারী আর কেউ হতে পারে না। তাই প্রথম দেখাতেই প্রেম এবং বিয়ে। অনেকে
মনে করে এই বিয়ে আলেকজ্যান্ডারের এক রাজনৈতিক দুরদর্শিতা। তিনি
চেয়েছিলেন নতুন দেশের মানুষের মন জয় করতে। ৩২৭ খ্রি.পু বিয়ে হয় তাদের। আলেকজেন্ডারে মৃত্যুর পর একটি পুত্র সন্তানও
জন্ম দেয় রোকসানা। ১৩ বছর বয়সে সন্তান এবং মা দুজনকেই মেরে ফেরা হয় ।
ভারত অভিযান ব্যর্থ হয়ে ফেরার পথে সুসায় ৮০ জন
জেনারেলকে ধুমধাম করে বিয়ে দেন আলেকজেন্ডার । সেই অনুষ্ঠানে নিজেও দুটি বিয়ে করেন। একজন
হলেন পারস্যের পরাজিত রাজা দারুয়েসের কন্যা বারসিনে, অন্যজন পারস্যের রাজকন্যা পারেসাটিস। প্রথম স্ত্রী রোখসানা পরে তাকে হত্যা
করে।
এছাড়া খুব অল্প বয়সে একজন তরুনী প্রেমে পড়ার সন্ধান
পাওয়া যায়। অনেকে মনে করেন আলেকজান্ডারের প্রথম শারীরিক সম্পর্ক হয়েছিল 'ক্যাম্পাসফি' নামের সেই তরুনীর সাথে । পরবর্তীতে তাকে আর ইতিহাসের পাতায়
কোথাও পাওয়া যায় না ।
ইতিহাসবিদেরা বলছেন, আলেকজান্ডারের ছিল তিন বউ এবং
অনন্ত দুই জন পুরুষ প্রেমিক।
একজন হচ্ছেন তার ছোটবেলার বন্ধু
হেফাসটিওন। হেফাসটিওনকে তিনি এতটা ভালোবেসেছিলেন যে তার মৃত্যু শোকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে আলেকজেন্ডার একই রোগে মারা যান। অনেকে বলে থাকেন তার মধ্যে অত্যধিক
রোমান্টিক সম্পর্ক ছিল, কিন্তু সে সম্পর্ক শারিরিক ছিল কিনা তার সত্যতা খুঁজে
পায়নি কেউ।
তবে আরেকজন পুরুষের সাথে তার সম্পর্ক শরীর পর্যন্ত গড়িয়েছিল আর তিনি হলেন বাগোস। পারস্যের জয়ের পর বাগোসের সাথে তার দেখা হয় সুসাতে, তিনি ছিলেন রাজা
দারুয়ুসের হেরেমখানার খোজা। মুত্যু
পর্যন্ত বাগোস তার সাথে ছিলেন নিবিড়ভাবে। মৃত্যুর
পর বাগোসের আর কোন খবর পাওয়া যায় ইতিহাসে।
আলেকজান্ডার খুব বেশি নারী প্রীতির খবর জানা যায় না। তবে অনেক নারীর সাথে তার ভালো
সখ্যতা গড়ে উঠেছিল। হেরেমখানায়ও খুব কম যেতেন আলেকজান্ডার । তবে নারী পুরুষ সকলের সাথে তার বিশেষ সর্ম্পকের খবর কোন আজানা বিষয় নয় । সেই হিসেবে আলেকজান্ডার যে উভয়কামী ছিলেন তা নিশ্চিত ।
(চলবে ...)
শিল্পিত পারু
লেখক ও কবি
(চলবে ...)
শিল্পিত পারু
লেখক ও কবি
0 Comments