'অহমিকা নিয়ে চলে যাবো বলে' : শিল্পিত পারু'র কবিতা






অহমিকা নিয়ে চলে যাবো বলে

শিল্পিত পারু ।।


একটা কবিতা ঝুলে আছে তোমার বারান্দায়
ফাগুন হাওয়ায় দোলে সে আজ হাজার বছর পার

একুশের আগে এসেছিলাম তোমায় ছুঁতে
কত চেষ্টা আবদার তুমি হয়ত দেখেছো দাঁড়িয়ে দূরে
আর আমি শুনেছি তোমার প্রেমের ইতিহাস এরপর।

কাহ্নপার গানে তুমি প্রথম জেগেছিলে এ বিশ্বাস আমি করি না
এর আগেও তোমার প্রেম ছিল,ফুল ছিল
তাদের তুমি ভুলে গেছো; তবু
গভীর অন্ধকারে দিয়েছিলে ডুব তারপর
যখন এলে তোমার শরীরে কীর্তণের ঝোলা
এর কতদিন পর মধুর প্রেমে মজেছিলে আবার
সে আমি জানি।

ঋষি ঠাকুরের পায়ে তুমি লুটিয়ে ছিলে দীর্ঘকাল
 এখনও কি আছো?
নাকি জীবনআনন্দে তুমি বেরিয়ে এসেছিলে একদিন!

কত নজরুল তোমাকে বাজালো অগ্নিবীণায়
কতজন তোমাকে দু:খিনী বানালো
কতজন উড়ালো ফানুস
কত অপেক্ষাকত বখতিয়ারের ঘোড়া এল গেল
তুমি কত জলে জ্বালালে আগুন
কত বাগানে তুমি ফুটিয়ে চলেছো ফুল;

আমিও ওড়াবো ঘুড়ি তাই তোমার কাছে যাই
দাঁড়িয়ে থাকি যদি তোমাকে দেখি।

আজও এসেছি
দেখি একটা কবিতা ঝুলে আছে তোমার বারান্দায়
লাল হয়ে ফুটে আছে ফুলের মতোন

যে প্রেম তুমি বিলিয়েছো শতযুগে
অকৃপণ তুমি কৃপা করো অভাগারে
একবার এসে দাঁড়াও প্রেম হাতে ;

শুধু একবার তোমাকে পাবো
তারপর; চলে যাবো অহমিকা নিয়ে।



শিল্পিত পারু ।।
প্রগতিস্মরনী, ঢাকা ২০২০

Post a Comment

0 Comments