'শিল্প ব্যাপারটা ব্যর্থদের জন্য '



আনিসুল হক।

লেখালেখি জিনিসটা, শিল্প ব্যাপারটাই ব্যর্থদের জন্য। সফলদের জন্য নয়। এটা আমাদের বলেছিলেন স্যামুয়েল বেকেট। তা আবার মনে করিয়ে দিয়েছিলেন মিরোস্লাভ হোলুব। 'শিল্পী হওয়া মানেই ব্যর্থ হওয়া, আর শিল্প মাত্রই ব্যর্থতার বশংবদ।'

 আপনি যদি শিল্পী হন, আপনি ব্যর্থ হবেন। আর আপনি যদি ব্যর্থ হন, আপনার দ্বারা শিল্প হবে।রাঁবো যখন ব্যবসায়ী হলেন, তখন কবিতা লেখা ছেড়ে দিলেন, বা কবিতা তাঁকে ছেড়ে চলে গেল। শিল্প কোনো সতীন সহ্য করে না। শিল্পই হবে শিল্পীর একমাত্র সাধনা, একমাত্র কামনা, একমাত্র সংসার। লক্ষ্মী এলে স্বরস্বতী পালিয়ে যাবে। আপনি একই সঙ্গে সফল ব্যবসায়ী এবং সফল কবি হতে পারবেন না। আপনি একই সঙ্গে সফল চিকিৎসক এবং সফল শিল্পী হতে পারবেন না।

আপনার কাজ অসাধারণ হতে পারে, কিন্তু মানুষ আপনাকে নেবে না। মানুষ গ্রহণ করবে এলোমেলো সাপ-বেজি-পোষক সুলতানকে, কুচকানো পাঞ্জাবি পরা, ঘরে কোনো আসবাব না রাখা কবি নির্মলেন্দু গুণকে। মানুষ মনে রাখবে না-খেতে-পাওয়া ভ্যান গঘকে। আপনার ছবি এস এম সুলতানের চেয়েও সুন্দর হতে পারে, নিপুণ হতে পারে, কিন্তু আপনি অন্য ক্ষেত্রে সফল হলে আপনাকে সময় শিল্পীর খাতায় নাম লিখতে দেবে না।

সফল মানুষদের জন্য শিল্প নয়। শিল্প মানেই নিজেকে পোড়ানো। আমার এ ধুপ না পোড়ালে গন্ধ কভু নাহি ঢালে।

আনিসুল হক
কবি ও সাংবাদিক
ফেসবুক থেকে

Post a Comment

0 Comments