'নারী'- নারী দিবসের কবিতা




নারী
শিল্পিত পারু

যে গন্ধম তুমি তুলে দিলে মুখে
আজও দেখি সেই ঘ্রাণ লেগে আছে চোখে

কি এক আস্ফালনে জন্ম দিলে বিধাতার
তারপর দাস হলে তুমি;

এরপর ছিঁড়ে যাওয়া মহাকালে
পাথর ভেঙেছো ঢের
তোমার সেই ভাঙ্গা পাঁজরের কোলে
কখন উঁকি দিয়ে সূর্য ডুবে গেছে অন্ধকারে
এরপর গভীর আরো গভীরে ডুকরে গিয়েছ হেরে ;

তবু আলো হাতে নির্মম দাঁড়িয়ে ছিলে তখন
ছেলেবেলার মায়ের মতোন
মুঢ় বধির রোগের মতো
এরপর ঘুমিয়ে গিয়েছিলে কাজে ;

যে তুমি জন্ম দিয়েছ বিধাতার
সেও বসে গোনে তোমার শিকলের ঘ্রাণ ;

তবু শালিক উড়ে যায় আহত নদীর ধ্যানে
তবু বুকের গহীন জলে ডিঙ্গে বায় তোমার সন্তান
একদিন শিশিরের জলে তোমার ডোবানো পায়ে
একে দেবে নতুন মহাকালের ছবি ; এই ভেবে

এরপর তুমি পাখি হবে
বিধাতা মুছে যাবে নারীতে পুরুষে
গন্ধম ফুলে ভরে যাবে আকাশের গাছ
অন্ধকারে আলো মলিন হবে মানুষে মানুষে!!

শিল্পিত পারু
৮ মার্চ/২০২০

Post a Comment

0 Comments