'বিড়াল সোনা হাসের ছানা' : শিল্পিত পারু'র কবিতা




বিড়াল সোনা হাসের ছানা
            শিল্পিত পারু

বিড়াল সোনা বিড়াল সোনা দৌড়াচ্ছো কই?
দাদুর হাতে দইয়ের বাটি নানুর হাতে খই ।
ওসব থেতে চাইনা আমি আমি হাসের ছানা
জলেই আমার বসতবাড়ি বিড়াল বলা মানা ।
বিড়াল মামা উপরে থাকে জলে থাকে হাস
জলেই আমার সকাল দুপুর কাটছে বারোমাস।
ভাবছে বাবা মনে মনে, জল শুকোলে থাকবো কই?
মায়ের কাছে জল আছে তাই চুপটি করে রই ।
মায়ের জলে ছিলেম আগে মেরেই গুটিশুটি
তাইতো এত জলে পরে নাচতে ভালোবাসি!!


শিল্পিত পারু
কবি

Post a Comment

0 Comments