বিয়ে করলেন মিথিলা-সৃজিত



বিনোদন টিম :

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিয়ে করছেন। আজ ৬ ডিসেম্বর দক্ষিন কলকাতায়সৃজিতে বাড়িতে তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। সেসময় দুই পরিবারের ঘনিষ্টজন উপস্থিত ছিলেন। এর মধ্যে দিয়ে দুই বাংলার দুই তারকার সম্পর্কের গুঞ্জনের অবসান হল ।


উল্লেখ যে গত মার্চে সংগীত শিল্পী অর্ণবের গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল ছিলেন মিথিলা। সেই কাজের সূত্র ধরে সৃজিত-মিথিলার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। গত সেপ্টেম্বরে কলকাতায় সৃজিতের জন্মদিনের কেক কাটতে দেখা যায় মিথিলাকে। শুধু তাই নয়, নেপালেও তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।তবে তাদের সম্পর্কের  বিষয়ে  কোন গণমাধ্যমের কাছে সত্যতা স্বীকার করেনি দুজনের কেউ ।

তবে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ বিয়ে করলেন মিথিলা-সৃজিত। সৃজিত হলেন বাংলাদেশের জামাইবাবু আর মিথিলা হয়ে গেলেন কলকাতার পুত্রবধু । তাদের মধুচন্দ্রিমা করতে সুইজারল্যান্ডে যাবার কথা রয়েছে ।


বিনোদন টিম 

Post a Comment

0 Comments